নিউজ পোল ব্যুরো: বিমানের প্যান্ট্রিতে ঢুকে সঙ্গম করছিলেন এক যুগল। ভিডিয়ো ভাইরাল হতেই বিপাকে বিদেশি বিমান সংস্থা। ঘটনাটি ‘সুইস এয়ার’-এর একটি বিমানে। সেই ঘটনা ককপিট-নিয়ন্ত্রিত নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে। কিছু ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি।সেই সঙ্গমের ভিডিও ফাঁস করে এবার কাঠগড়ায় সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ক্রু সদস্যরা। এরই মধ্যে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, ব্যাংকক থেকে জুরিখগামী একটি বিমানে এই ঘটনা ঘটে।
সংস্থার তরফে ওই বিমানের কর্মীদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। ভিডিওটি সমাজ মাধ্যমে আসা মাত্রই হইচই পড়েছে। কী ভাবে দম্পতির গোপন মুহূর্তের ভিডিয়ো এ ভাবে ক্যামেরাবন্দি হতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।ক্ষোভের মুখে পড়েছে ওই বিমান সংস্থা। বিমানকর্মীদের আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকেরাও। যুগলের অন্তরঙ্গ মুহূর্তের গোটাটাই ককপিটের বাইরে লাগানো ক্যামেরায় ধরা পড়েছে৷
জানানো গিয়েছে, গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে ঘটনার কারণে সুইস এয়ারলাইন্সের অভ্যন্তরীণ নিরাপত্তা ও পেশাগত আচরণ নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। চলছে তদন্ত।