নিউজ পোল ব্যুরো, মুর্শিদাবাদ : ফের আরেকবার শিশু নির্যাতনের অভিযোগ উঠল রাজ্যে। এবার ৫ বছরের একটি শিশু কন্যাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে গণধোলাই দেয় এলাকার বাসিন্দারা। শনিবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায়।
গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে এই ঘৃণ্য পাশবিক অত্যাচারের অভিযোগ উঠেছে। গ্রাম লাগোয়া পাশের জঙ্গল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ৫ বছরের ওই শিশু কন্যাকে। গুরুতর জখম অবস্থায় শিশুটিকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছু সময়ের মধ্যেই গ্রামবাসীদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। তখনই শুরু হয় বেধড়ক মারধর।
অপরদিকে, এরই মধ্যে নিগৃহীত শিশুটির পরিবারের তরফে এই ঘটনা নিয়ে বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যার ভিত্তিতে তদন্তও শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্তকে।
এরই পাশাপাশি বহরমপুরে আরেকটি নাবালিকাকে তিন দিন ধরে আটকে রেখে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় যুক্ত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। ২৪ ঘণ্টার মধ্যে এভাবে জেলায় পর পর শিশুদের ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসনিক মহল ও নাগরিক সমাজ।