বাইকের ধাক্কায় মৃত ১, জখম২

কলকাতা জেলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বিগত বেশ কয়েকদিন যাবৎ ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। পশ্চিম বন্দর থানা এলাকার হাইড রোডে ঘটেছে এই ঘটনা। ঘটনার জেরে দুই যুবক জখম হয়েছেন, এক জনকে পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অন্য জন এসএসকেএম হাসপাতালের রেড জ়োনে চিকিৎসাধীন।

সূত্রের খবর, হেলমেট না পরেই একটি বাইকে যাচ্ছিলেন তিন জন, গতকাল রবিবার রাত ২টো নাগাদ হাইড রোডের জৈন কুঞ্জের কাছে তা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারের পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। মৃত যুবকের নাম বিজয়লাল মল্লিক(২৫)। বিজয়ই বাইকটি চালাচ্ছিলেন। তাঁর পেছনে বসে ছিলেন সুশান্ত হালদার এবং সানি বিন্দ নামে আরও দুই যুবক। এঁদেরও বয়স ২৪ থেকে ২৫ বছরের মধ্যে।

ডাম্পারের পেছনে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়েন তিন জন। মাথায় গুরুতর চোট পান বিজয়। তিন জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজয়কে মৃত বলে জানান চিকিৎসকেরা। পুলিশ ডাম্পারটির খোঁজ চালাচ্ছে। যদিও রবিবার রাত পর্যন্ত সেটির খোঁজ মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর।