নিজস্ব প্রতিনিধি,হাওড়াঃ অবশেষে বিহার থেকে জগৎবল্লভপুর তাণ্ডবের মূল অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ।
প্রসঙ্গত, ২৬ নভেম্বর হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত পোলগুস্তিয়া সমিতির বাঁধ এলাকায় দর্জির কারিগর অসিত ভুঁইয়ার উপর হামলার ঘটনায় অবশেষে অভিযুক্তকে বিহার থেকে গ্রেফতার করা হয়।
অভিযোগ পেয়েই তদন্তে নেমেছিল পুলিশ। ভিন রাজ্যের অভিযান চালিয়ে অভিযুক্ত রাহুল আমিনকে বিহারের মধুবনী থেকে গ্রেফতার করে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে রাহুল আমিন নামের অভিযুক্ত যুবককে বিহারের মধুবনী থেকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ এর পর মুখ খুলেছে ওই ধৃত। জিজ্ঞাসাবাদ এর পর জানা যায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকার বাসিন্দা রাহুল আমিন।
মূলত অবৈধ সম্পর্কজনিত একটি ঘটনা কারণেই এই ঘটনা সে ঘটিয়েছে। তবে প্রকৃত কারণ জানতে ধৃতকে নিজেদের হেফাজতে নিতে চাইছে পুলিশ বলেই সূত্রের খবর। অভিযুক্তকে নিয়ে আসা হচ্ছে হাওড়ায়।
২৬ নভেম্বর রাতে ওই ঘটনাটি ঘটে। দর্জির কারিগরকে বাড়ি থেকে ডেকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় অজ্ঞাতপরিচয় ওই যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, আক্রান্তের নাম অসিত ভুঁইয়া। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। এলাকায় দর্জির কারিগর হিসেবেই পরিচিত ওই ব্যক্তি। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। অভিযোগ, গভীর রাতে মুখ ঢাকা অবস্থায় এক যুবক অসিত ভুঁইয়ার বাড়িতে আসেন এবং তাঁকে বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করেন। অসিত বাড়ির বাইরে আসতেই তাঁকে ধারাল অস্ত্রের কোপে এলোপাথাড়ি হাতে, মুখে এবং গলায় আঘাত করে ওই অজ্ঞাতপরিচয় যুবক। অসিত বাবুর চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে অসিত বাবুকে চিকিৎসার জন্য আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবশেষে বিহার থেকে পুলিশি তৎপরতায় গ্রেফতার হলো মূল অভিযুক্ত।