শেষ ট্রেনের অতিরিক্ত ভাড়া স্থগিত, ঘোষণা কলকাতা মেট্রোর

কলকাতা জেলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি মেট্রো রেলের তরফে ঘোষণা করা হয়েছিল, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর লাইনে রাতের শেষ ট্রেনে ভাড়া বাড়ানোর কথা। তাদের যুক্তি ছিল প্রয়োজনীয় যাত্রী না ওঠায় লস হচ্ছে মেট্রোর। গতকাল ১০ তারিখ থেকে এই অতিরিক্ত ভাড়া চালু হওয়ার কথা থাকলেও এই মুহূর্তে তা চালু হচ্ছে না বলে গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় মেট্রো কর্তৃপক্ষ।

সম্প্রতি কলকাতা মেট্রোরেলের পক্ষ জানিয়েছিলেন, ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে দিনের যে শেষ মেট্রোটি রাত ১০টা ৪০ মিনিটে ছাড়া হয় তাতে লাগু হতে চলেছে ১০ টাকার সারচার্জ। মানে টিকিটের দাম বাড়তে চলেছে। এই সিদ্ধান্ত ঘিরে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও তৈরি হয়েছিল।
দেখা গিয়েছে যে, রাতের মেট্রো পরিষেবা হাতে গোনা কয়েক জন যাত্রী ব্যবহার করছেন। তাই খরচ সামাল দিতেই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এখন জানানো হয়েছে, প্রযুক্তিগত কারণে ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। তবে পরবর্তী সময়ে আবারও এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। পুরনো ভাড়াতেই এখন যাতায়াত করা যাবে। পরবর্তী নির্দেশিকা না আাসা পর্যন্ত।