নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার ঘন কুয়াশায় মোড়া সকাল দেখবে বঙ্গ। ঘন কুয়াশার চাদরে ঢাকবে বঙ্গের একাধিক জেলার আকাশ। ৫০ মিটার পর্যন্ত ঝাপসা এবং ১০০ মিটারে সমস্ত কিছু অদৃশ্য। তবে এরই সঙ্গে থাকছে বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জায়গায়।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় প্রায় একই রকম থাকবে তাপমাত্রা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারপর তিন দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
সপ্তাহের শেষে কলকাতায় ১৫ ডিগ্রি বা তার নীচে নামবে পারদ। অন্যান্য জেলার ক্ষেত্রে তা পৌঁছাতে পারে ১০ ডিগ্রির নিচে।
উত্তর-পশ্চিম শীতল হাওয়ার পরিবর্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পূর্ব দক্ষিণ বাতাসে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণেও বৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক জায়গায়। এর ফলে বাধা পাচ্ছে শীত। তাই আপাতত জাঁকিয়ে শীত নয় এখনই। তবে বৃষ্টির প্রভাবে স্বাভাবিকের চেয়ে একটু বেশি ঠান্ডা অনুভূত হতে পারে বেশ কয়েকটি জেলায়।
জানা গিয়েছে মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীত বাধাপ্রাপ্ত হচ্ছে। জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা। সেই সঙ্গেই বাড়বে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা।
কুয়াশার চাদরে ঢাকবে দার্জিলিং-সহ উত্তরবঙ্গ জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলত ঘন কুয়াশার দাপটে সড়ক চলাচল ও বিমান চলাচলে ব্যাহত হওয়ার সম্ভাবনা। দৃশ্যমানতা দু-এক জায়গায় ৫০ মিটারে নেমে আসতে পারে। আজ, মঙ্গলবার ঘন কুয়াশার দাপট থাকবে আট জেলায় জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷