উত্তরে বিজেপিকে নিশ্চিহ্ন করতে তৃণমূলের হাতিয়ার চা বাগান

জেলা রাজনীতি

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এবার চা বাগানগুলোয় জনসংযোগে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। এখন শুধু রাজ্যসভা আসনে জয়ীর শংসাপত্র আসা সময়ের অপেক্ষা। তবে তার আগেই উত্তরের চা বলয়ে ছাব্বিশের ঘুঁটি সাজিয়ে গড় দখলের কাজ শুরু করে দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্যসভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, আগামী ৩ জানুয়ারী ২০২৫ থেকে ২১ জানুয়ারী ২০২৫ পর্যন্ত চা বলয়ের ফালাকাটা, নাকাশীপাড়া, কালচিনি, নকশালবাড়ি, মালবাজার সহ ৮টা বিধানসভার ব্লকে ব্লকে মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচি করবেন তৃণমূল। তৃণমূলের শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কর্মসূচি চলবে কার্যত সারা বছরই।

মঙ্গলবার বিধানসভায় মন্ত্রী মলয় ঘটকের ঘরে এই বিষয় নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।
সাম্প্রতিক উপনির্বাচনগুলোতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপরিকল্পিত প্রকল্প আর দলীয় সংগঠনের নিবিড় সংযোগই হাতেনাতেই ফল এনে দিয়েছে শাসক দলকে এমনটাই মন্তব্য দলীয় নেতা কর্মীদের। সেই কাজকে আরও সুদৃঢ় করতেই এবার চা-বাগানকে পাখির চোখ করে সংগঠনকে ঢেলে সাজানোর ওপর জোর দিয়েছেন শাসক দলের নেতারা।