নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক দেশ, এক নির্বাচন ব্যবস্থাকে অসংবিধানিক বলে মন্তব্য করেছেন। এই ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়ায় তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। নিজের এক্স হ্যান্ডেল মারফত মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা বিশেষজ্ঞ এবং বিরোধী নেতাদের যুক্তিগ্রাহ্য উদ্বেগকে সম্পূর্ণ উপেক্ষা করে এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু করতে চাইছে। স্বৈরতন্ত্রের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করতে তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তের সর্বাত্মক বিরোধিতা করবে।
বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে তাঁর বক্তব্য, এই বিল অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রের কাঠামোর বিরোধী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যত্ন সহকারে বিবেচনা করে এই সংস্কার করা হয়নি। দেশের গণতন্ত্র ও যুক্তরাষ্ট্র কাঠামোকে দুর্বল করার জন্য এই সিদ্ধান্ত শাসকের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার প্রয়াস। কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী খামখেয়ালিপোনার কাছে বাংলা মাথা নত করবে না। এটা স্বৈরাচারীর কবল থেকে দেশের গণতন্ত্র রক্ষা করার লড়াই।’ তৃণমূলের সাংসদরা সংসদে সর্বশক্তি দিয়ে বিরোধিতা করবে বলে জানিয়েছেন মমতা।