নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- জিএসটি কাউন্সিলের ৫৫ তম দুদিনের বৈঠক ২০-২১ ডিসেম্বর রাজস্থানের জয়সলমিরে অনুষ্ঠিত হতে চলেছে, যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পাশাপাশি রাজ্যগুলির অর্থমন্ত্রীরাও এই বৈঠকে অংশ নেবেন।
পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও এই বৈঠকে অংশ নেবেন। আগে এই বৈঠকটি নভেম্বরে হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখন এটি ডিসেম্বরে স্থির করা হয়েছে। এই বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল মেয়াদী জীবন বীমা পলিসির প্রিমিয়ামে GST থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব। ২০২৪ সালের অক্টোবরে গঠিত স্বাস্থ্য ও জীবন বীমা সংক্রান্ত মন্ত্রীদের গ্রুপ জিএসটি থেকে মেয়াদী জীবন বীমা পলিসি প্রিমিয়াম বাদ দেওয়ার সুপারিশ করেছে। এছাড়াও, প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের উপর জিএসটি থেকে ছাড় দেওয়ার প্রস্তাবও হতে পারে। বৈঠকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রিমিয়াম বাড়ানোরও সম্ভাবনা রয়েছে।৫ লক্ষ টাকার বেশি কভার পলিসির জন্য প্রিমিয়ামের উপর GST প্রযোজ্য হবে। এটি স্বাস্থ্য এবং জীবন বীমা বাজারকে বাড়িয়ে তুলতে পারে।
বিশেষ করে যাদের ন্যূনতম স্বাস্থ্য কভার আছে। জিএসটি কাউন্সিলের বৈঠকে অংশ নেবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার অভিযোগ করেছেন যে জিএসটি আদায় করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার রাজ্যের বকেয়া টাকা পরিশোধ করছে না। মন্ত্রী পরিষদের বৈঠকে রাজ্যের তরফে ফের এই দাবি তুলতে পারেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলে নবান্ন সূত্রে খবর। GST কাউন্সিলের বৈঠকে রাজ্যের ভাগ বাড়ানোর প্রসঙ্গ তুলবেন চন্দ্রিমা ভট্টাচার্য।