আরজি কর মামলায় এবার সাক্ষ্য দিল সিবিআই আধিকারিক

অপরাধ কলকাতা জেলা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরজি কর হাসপাতালের এক তরুণ ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় গতকাল আদালতে সাক্ষ্য দিলেন সিবিআইয়ের তদন্তকারী। এই প্রথম অতিরিক্ত দায়রা জজ শিয়ালদহের আদালতে সিবিআই তদন্তকারীদের জবানবন্দি রেকর্ড করা হল।

কলকাতা হাই কোর্টের নির্দেশে কলকাতা পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার নেয় সিবিআই। সাক্ষ্য-প্রমাণ কারচুপি এবং পূর্বপরিকল্পিত খুনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া মেডিক্যাল পড়ুয়ার সহপাঠীরা বলেন, হত্যাকাণ্ড বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। হত্যা ও ধর্ষণকে আত্মহত্যা বলে চালানোর জন্য তথ্য সাজানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সূত্র মারফত জানা যায়, এসব অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্যগ্রহণের সময় নির্যাতিতার বাবা ও তাঁর পরিবারের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন। তাছাড়া অভিযুক্ত সঞ্জয় রায় ওই দিন আদালতে শারীরিকভাবে উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে আদালতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মামলায় ৫১ জন সাক্ষী রয়েছেন। এদিন প্রথম পর্যায়ে ৫০ তম সাক্ষী হিসেবে মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হয়। সিবিআই সূত্রে খবর, মামলার ৫১তম সাক্ষী হলেন সঞ্জয় রায়।আরজি কর মামলার প্রতিবাদে আজ ফের রাজপথে নেমেছেন তরুণ চিকিৎসকরা। তরুণ চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার হওয়া প্রাক্তন পরিচালক সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন আধিকারিক অভিজিৎ মণ্ডল জামিন পেতে শুরু করেছেন। তাদের বিরুদ্ধে আরজি কর মামলায় মিথ্যা প্রমাণের অভিযোগ আনা হয়েছে। তবে সিবিআই তাদের বিরুদ্ধে আর অভিযোগ দায়ের করতে পারেনি।