নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বছর শেষে বাঙালির দরজায় কড়া নাড়ছে ক্রিসমাস। শীতের আমেজ গায়ে মেখে সেজে উঠতে চলেছে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক।আগামী ১৯ ডিসেম্বর এবছরের বড়দিন উৎসবের সূচনা হবে। ওইদিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে এই উৎসবের উদ্বোধন হবে।
এবছর ১৪ তম বছরে পা দিচ্ছে রাজ্য সরকারের এই বাৎসরিক অনুষ্ঠান। বড়দিনের উৎসবকে কেন্দ্র করে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকা ঢেলে সাজানো হচ্ছে। পার্ক স্ট্রিট ও অ্যালেন পার্কের পাশাপাশি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ ও সংলগ্ন এলাকাও আলো দিয়ে সাজানো হবে। এর পাশাপাশি সেজে উঠবে বো ব্যারাক।
২০১১ সাল থেকে বিশেষ গুরুত্ব পেয়েছে কলকাতার এই ক্রিসমাস ফেস্টিভ্যাল। ক্রিসমাসের সন্ধ্যায় ভিড় উপচে পড়ে পার্ক স্ট্রিটের রাস্তায়। বহু মানুষ ভিড় জমান পার্ক স্ট্রিটের রেস্তোরাঁগুলোতে। আবার অনেকের বড়দিনের পছন্দের ডেস্টিনেশন বো ব্যারাক। শহরের বিভিন্ন চার্চে মানুষের সমাগম, আলোকমালায় সজ্জিত রাস্তা, খাওয়া-দাওয়া আর শীতের আমেজ সব মিলিয়ে ক্রিসমাস হবে জমজমাট।
কলকাতার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসানসোল, চন্দননগর, ব্যান্ডেল, বারুইপুর, কৃষ্ণনগড়, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া ও বিধাননগরেও ক্রিসমাস ফেস্টিভ্যাল আয়োজন করা হচ্ছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। বড়দিনের ছুটিতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমান আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ভারতীয় জাদুঘর ইত্যাদি জায়গাতেও।