বঙ্গ বিজেপির হাল ধরতে এবার আসরে কেন্দ্রীয় নেতৃত্ব

কলকাতা জেলা রাজনীতি রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- এবার বঙ্গ বিজেপির দায়িত্ব নিতে চলেছে আরএসএস| তার কারণ,বঙ্গ বিজেপির ওপর তাঁদের আর সেই ভরসা নেই যে ভরসায় ২০২১ সালে ব্যাপক সাফল্যের মুখ দেখেছিল বঙ্গে বিজেপি| চলতি মাসেই বিজেপির কোর কমিটির বৈঠক,সেই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ| কিছুদিন আগেই মহারাষ্ট্রের নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি,এবার সেই সূত্র ধরেই বাংলাতেও একই ফরমূলাকে কাজে লাগাতে চলেছে আরএসএস বলে দলীয় সূত্রে খবর|

বুথ লেভেল স্তরে বিজেপির সংগছন একেবারেই দুর্বল,তাই সেই সংগঠনকেই এবার চাঙ্গা করেতেই নতুন করে বঙ্গে ঝাঁপাতে চলেছে আরএসএস| তার কারণ,এই রাজ্যে ভোটকে নিশ্চিত করতে গেলে একেবার বুথ লেভেল স্তরে সংগঠনকে মজবুত করতে হবে সেই অঙ্কটা দেরীতে হলেও বিজেপি বুঝেছে এতোদিনে| আর সেই নিয়েই এবার বড়় সিদ্ধান্ত হতে চলেছে কেন্দ্রীয় স্তরেকোর কমিটির বৈঠকে| এককথায় বলা যায় বুথ স্তরে এবার সম্পূর্ণ দায়িত্ব নিতে চলেছে আরএসএস| ২০১৯-এর লোকসভার পুরনো টিমকেই মাঠে নামাচ্ছে আরএসএস। ২০২৪ সালে বাংলায় অমিত শাহের ১ কোটি সদস্যের টার্গেটে মাত্র ২০ লক্ষ পার করেছে। আর এখান থেকেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিজেপি শিবিরে| তাই এখন থেকেই কোমড় বেঁধে না নামলে ২০২৬ র বিধানসভা নির্বাচনে যে অস্তিত্বের সংঙ্কটে পড়বে তা বলার অপেক্ষা রাখে না|
২০২৬-এর নির্বাচনে আগে কোন কোন ইস্যুতে দল রাস্তায় নামবে? সেই বিষয়ে চূড়ান্ত রূপরেখা তৈরী হবে এই বৈঠকে।