নিউজ পোল ব্যুরো, রাশিয়া: কথায় বলে, ক্যানসারের নেই কোনো আনসার। ক্যানসার মানেই একটা অজানা আতঙ্ক। আশঙ্কা মৃত্যুর, আতঙ্ক চিকিৎসা-যন্ত্রণার, ভীতি পাহাড়প্রমাণ খরচের। তবে এসবে একমাত্র ইতি টানতে পারে একটি জিনিসই তা হল ‘টিকা’।
তাই এবার সত্যিই নাকি মারণরোগ ক্যানসারের ভ্যাকসিন তৈরি করে ফেলেছেন রুশ বিজ্ঞানীরা। ২০২৫ সাল থেকেই এই ভ্যাকসিন ক্যানসার রোগীদের জন্য কার্যকর হবে রাশিয়ায় এবং তা দেওয়া হবে বিনামূল্যে। এমনটাই দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে রাশিয়ার তৈরি এই ভ্যাকসিনটি কী ধরনের ক্যান্সারের চিকিৎসা করবে, কতটা কার্যকর হবে বা রাশিয়া কীভাবে এটি প্রয়োগ করবে তা এখনও স্পষ্ট নয়।
এই ভ্যাকসিনটি শরীরে ক্যানসারের কোষ শনাক্ত করতে সক্ষম বলে জানা গেছে। তারপর শুরু করে ধ্বংস করা। এই থেরাপিউটিক ক্যানসার ভ্যাকসিনগুলি বিশেষভাবে টিউমার কোষগুলিতে প্রোটিন বা অ্যান্টিজেনকে লক্ষ্য করে। টিউমার নির্মূলে কার্যকর হয়ে ওঠে। এখনও পর্যন্ত রুশ বিজ্ঞানীরা দাবি করেছেন যে এই প্রতিরোধমূলক ভ্যাকসিন (এইচপিভি) ক্যানসার প্রতিরোধে খুবই সহায়ক।
এই নতুন ভ্যাকসিনটি শরীরে একটি সাধারণ ইনজেকশনের মাধ্যমেই দেওয়া হবে। বিজ্ঞানীরা দাবি করেছেন, ভ্যাকসিনটি প্রাকৃতিক উপাদান থেকে তৈরি তাই এটি কোনও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। তবে এই ভ্যাকসিনটি সব ধরনের ক্যানসার রুখতে পারবে কিনা তা নিশ্চিত করতে এখনও অনেক পরীক্ষা প্রয়োজন।