ষষ্ঠ অর্থ কমিশন গঠন করল রাজ্য সরকার

কলকাতা জেলা দেশ রাজনীতি রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- ষষ্ঠ অর্থ কমিশন গঠন করল রাজ্য সরকার। প্রাক্তন মুখসচিব হরি কৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে ৫ সদস্যের এই কমিশন আগামী বছরের ১ এপ্রিল থেকে কাজ শুরু করবে। কমিশনের মেয়াদ পাঁচ বছর। যদিও কাজ শুরু করার ছয় মাসের মধ্যেই ষষ্ঠ অর্থ কমিশন তাদের প্রাথমিক সুপারিশ রাজ্যপালের কাছে জমা দেবে বলে অর্থ দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রাক্তন মুখ্য সচিব ও অর্থ সচিব দ্বিবেদী ছাড়াও কমিশনে রয়েছেন প্রাক্তন আমলা বর্ণালী বিশ্বাস এবং আশিসকুমার চক্রবর্তী। এরা পঞ্চম অর্থ কমিশনেরও। কমিশনের আরেক সদস্য হলেন রুমা মুখোপাধ্যায়। তিনিও ছিলেন পঞ্চম অর্থ কমিশনের সদস্য।
অর্থ কমিশন রাজ্যের পঞ্চায়েত এবং পুরসভাগুলির আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করবে। পাশাপাশি বিভিন্ন খাতে রাজ্য সরকারের আয়ের কত অংশ এই স্থানীয় সংস্থাগুলি পাবে তাও বিচার করবে কমিশন। শুধু রাজ্য সরকারের প্রদেয় অর্থ নয়, পঞ্চায়েত-পুরসভা কীভাবে নিজেদের আয় বৃদ্ধি করবে, তার রূপরেখাও তৈরির দায়িত্ব রাজ্য অর্থ কমিশনের ওপর ন্যস্ত।

উল্লেখ্য, ২০২২ সালে পঞ্চম অর্থ কমিশন গঠন করেছিল রাজ্য সরকার। তার নেতৃত্বে ছিলেন অভিরূপ সরকার। কমিশন পরের বছর অর্থাৎ ২০২৩ সালে রাজ্যপালের কাছে নিজের রিপোর্ট জমা দেয়। পঞ্চম অর্থ কমিশন একলাফে রাজ্য সরকারি কর্মীদের বেতন অনেকটাই বাড়ানোর সুপারিশ করেছিলেন। সরকারি কর্মীদের বেসিক বেতন ২.৫৭ গুণ বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। তা মেনে নিয়ে রাজ্য সরকার মূল বেতন ২.৮০৯ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আগে যে বেতন ছিল ১০০ টাকা তা এখন বেড়ে হচ্ছে ২৮০ টাকা ৯০ পয়সা। ১০০ টাকার উপর মহার্ঘ ভাতা ছিল ১২৫ টাকা। যা জুড়ে দেওয়া হচ্ছে এবং তাঁর উপর বেতনবৃদ্ধি ১৪.২ শতাংশ।