মেসেই মৃত্যু যাদবপুরের ছাত্রের! কারণ ঘিরে ধোঁয়াশা

কলকাতা জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের রহস্যজনক মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রের! হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
জানা গেছে, মৃত ছাত্রের নাম প্রতীপ কুমার মান্না। পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। সন্তোষপুরের একটি মেসে থাকতেন। সূত্রের খবর, বৃহস্পতিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রতীপ। সঙ্গে সঙ্গে তাঁর বাড়িতে খবর দেওয়া হয়। তখনই ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় ওই যুবকের। তবে কীভাবে মৃত্যু হল, তা ভাবাচ্ছে পরিবারকে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পরিবারের সকলে।
ঘটনার বিষয়টি জানার পর প্রধান অধ্যাপক সুনীতা অধিকারী জানান, ‘আমরা অত্যন্ত শোকাহত এই ঘটনায়। তবে ছাত্রটি আগে থেকেই অসুস্থ ছিল বলে খবর। ক্লাসেও নিয়মিত আসতেন না। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিস্তারিত জানতে পারব।’
অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সুপার বলেন, ‘ছাত্রটি মেসেই থাকতেন। হস্টেলে থাকতেন না। শুনেছি তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে কিভাবে তাঁর মৃত্যু তা জানতে পারিনি এখনও।’