নিজস্ব প্রতিনিধি, হুগলি: ধনিয়াখলি হল্ট স্টেশনে আজ শুক্রবার সকালে কলকাতা পুলিশের হোম গার্ডের পোশাক পরিহিত এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়! এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জিআরপি ও স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ মণ্ডল। বাড়ি গুড়াপ থানার পলাশী এলাকায়। তিনি কলকাতা পুলিশের হোমগার্ড পদে কর্মরত ছিলেন। এদিন সকালে হাওড়া বর্ধমান কর্ড লাইনের ধনিয়াখালি হল্ট স্টেশন থেকে কিছুটা দূরে লাইনের মাঝে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় পুলিশকে। কিছুক্ষণ পরে সেখানে উপস্থিত হয় কামারকুণ্ডু জিআরপি ও ধনিয়াখালি থানার পুলিশ আধিকারিকরা। সেখান থেকেই দেহটি উদ্ধার করে নিয়ে যায় কামারকুণ্ডু জিআরপি।
ধনিয়াখালি থানা ও জিআরপি সূত্রে জানা গেছে, গুড়াপের পলাশী এলাকার বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডল কলকাতা পুলিশের হোমগার্ড পদে কর্মরত ছিলেন। তাঁর সেই পরিচয়পত্রটিও উদ্ধার হয়েছে মৃতের পকেট থেকে। পুলিশের অনুমান, সম্ভবত কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কোনও কারণে দুর্ঘটনার শিকার হন তিনি। তবে মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ ও জিআরপি। স্থানীয় বাসিন্দা সৌরভ মালিক জানান, ‘আমরা খবর পেয়ে এসে দেখি পুলিশের পোশাক পড়ে এক ব্যক্তির দেহ পড়ে আছে। সম্ভবত পা ভেঙে গেছে এবং গায়ে রক্তের দাগ আছে। তবে ব্যক্তিটি এই এলাকার পরিচিত কেউ নন।’
