আজ কেমন থাকবে আপনার শহর কলকাতার আবহাওয়া? জেনে নিন

কলকাতা জেলা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের উধাও শীতের আমেজ । আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে আগামী চারদিন রাতের তাপমাত্রা খুব একটা কমবেনা। কিন্তু তার পরেই ছন্দপতন ঘটবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ডিসেম্বরের শেষে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনার কথা। কিন্তু তার আগে অল্প বিস্তর বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি,উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নাদীয়াতে। ভারী বৃষ্টির সম্ভনার কথা কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। এই হালকা বৃষ্টি জারি থাকবে আগামীকালও।