নিজস্ব প্রতিনিধি: সল্টলেক সেক্টর ফাইভের বহুতলের(PWC বিল্ডিং )নিচ থেকে রক্তাক্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার হয়। চারিদিকে শোরগোল পরে যায়। ঘটনাস্থলে আসে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। দুর্ঘটনা, আত্ম্যহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে মৃত্যুর পিছনে তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত ব্যক্তির নাম পরিবেশ চট্টোপাধ্যায়। তিনি CWC কর্মী। ১৬ তলা থেকে ঝাঁপ নাকি অন্য কোনভাবে ঘটনাটি ঘটেছে তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াঁশা।
রক্তাত্ব যুবকের দেহটিকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পরিবারের সঙ্গে এবং অফিসের কর্মীদের সঙ্গে যোগাযোগ করে আসল ঘটনা জানার চেষ্টা হচ্ছে। কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন না এর পিছনে অন্য কারণ রয়েছে তা যত তাড়াতাড়ি সম্ভব জানার চেষ্টা করা হচ্ছে। তবে পুলিশের একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি ৫ লাখ টাকা ঋণ নিয়েছিলেন মৃত যুবক। সেই ঋণ পরিশোধ করতে না পারার ফলেই এই দুর্ঘটনা কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।