জল পড়া নিয়ে বিবাদের জেরে কাকাকে কুপিয়ে খুন!

অপরাধ জেলা

নিউজ পোল ব্যুরো, ঘাটাল: দিনের পর দিন মানুষের মধ্যে জন্ম নিচ্ছে অপরাধের বীজ! যার জেরে বিভিন্ন দুর্নীতিমূলক কাজ করতেও পিছপা হচ্ছে না কেউ। এরকমই একটি হাড়হিম করা ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের রঘুনাথচকে। শনিবার সাত সকালে বাড়ির ছাদ থেকে জল পড়াকে কেন্দ্র করেই ঘটে যত বিপত্তি। কাকাকে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। এই ঘটনা ছড়িয়ে পড়তেই ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে খবর, বাড়ির ছাদ থেকে জল পড়াকে কেন্দ্র করে বচসা বাঁধে কাকা ও ভাইপোর মধ্যে। বচসা চলাকালীন কুড়ুল দিয়ে কাকা সুকুমার দোলুইকে(৫৭) এলোপাথাড়ি কোপাতে থাকে ভাইপো বাপন দলুই। এর ফলে মৃত্যুর কোলে ঢলে পরেন সুকুমার দোলুই। চিৎকার চেঁচামেচি শুনে সেখানে এসে উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বিষয়টি দেখে ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন তাঁরা।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত ভাইপো সহ তাঁর পরিবারের আরও ৬ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ অভিযুক্তকে গাড়িতে তোলার সময় ক্ষোভে ফেটে পড়েন উন্মত্ত জনতা। পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে মারতেও যায় কেউ কেউ। প্রতিবেশীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের। অভিযুক্ত ও আরও ৬ জনকে গাড়িতে তুলতে পুলিশকে হিমশিম খেতে হয়।
অপরদিকে, এই ঘটনার আকস্মিকতায় কান্নায় ভেঙে পড়েছে সুকুমারের পরিবারের লোকজন। সামান্য জল পড়াকে নিয়ে যে এই কাণ্ড হতে পারে তা তাঁরা ভাবতেই পারছেন না। বাপনের শাস্তির দাবী করেছে সুকুমারের পরিবারসহ এলাকার লোকজন। এলাকার এক বাসিন্দা বলেন, ‘সকালেই সকলের সামনে তো ওঁরা কুড়ুল নিয়ে নেমেছিল দেখলাম। বাপন নিজেই মেরেছে ওর কাকাকে। বুকে, কানে সহ শরীরের নানা জায়গায় কুপিয়েছে। এরপর পুলিশ এল। পুলিশ ধরে নিয়ে গেল বাপনকে।’