ব্লু লাইনের সব মেট্রো এখন দক্ষিণেশ্বর পর্যন্ত

কলকাতা জেলা


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনেই বড়দিন। তারপরেই নতুন বছর। শুরু হয়ে গিয়েছে বর্ষবরণের উৎসব। আর তারই মধ্যে নতুন বছরের আগেই বড় ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, এবার থেকে সব মেট্রো রেল প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে।


কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, এতদিন ব্লু লাইনে কিছু মেট্রো চলত দমদম পর্যন্ত। আর কিছু চলতো দক্ষিণেশ্বর পর্যন্ত। ফলে দমদম স্টেশন থেকে মেট্রোতে ওঠার জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হত। এই সমস্যা অনেকটাই বদলে যাবে। পাশাপাশি দিনভর পাওয়া যাবে এই মেট্রো পরিষেবা। ২৩ ডিসেম্বর থেকে সব মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে৷ সোম থেকে শনি পর্যন্ত চারটি মেট্রো দক্ষিণেশ্বরে পর্যন্ত আসবে না।


কলকাতা মেট্রোর এই সিদ্ধান্তে দক্ষিণেশ্বর থেকে দমদম এবং আশেপাশের এলাকার যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন। এখন থেকে মেট্রো যাত্রীদের দমদম স্টেশনে পৌঁছতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। মেট্রো যাত্রীদের সুবিধার্থে এটি একটি বড় পরিবর্তন। মেট্রোর এই সিদ্ধান্ত যাত্রীদের জন্য আরও দ্রুত এবং নির্ভরযোগ্য পরিবহণ ব্যবস্থা নিশ্চিত করবে।
কবি সুভাষ থেকে সকালে ছাড়া মেট্রোর সময়সূচিতেও কোনও বদল হয়নি। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রোর সময় বদলে ৯টা ৩৩ মিনিট করা হয়েছে, যা ৯টা ২৮ মিনিট ছিল। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দমদমগামী রাতের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রয়েছে।