সোমবার থেকেই হাওড়ায় জমজমাট ক্রিস্টমাস কার্নিভাল

জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি,হাওড়া:- গতবছরের মতন এবছরও হাওড়ার ডুমুরজোলা ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে হতে চলেছে ক্রিস্টমাস কার্নিভাল। উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। কমিটির তরফে জানানো হয়েছে, সোমবার কার্নিভালের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দোপাধ্যায় ও অন্যান্য বিধায়কেরা। ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্নিভাল।

গত বছরের তুলনায় এবার হাওড়া ক্রিস্টমাস কার্নিভালে স্টলের সংখ্যা বেশি থাকছে। সোনাঝুরির হাট, সুন্দরবনের টেরাকোটা, শিল্পীদের বিশেষ স্টলসহ মোট ৭৩টি স্টল থাকছে এবার। থাকবে ফুড কোর্ট, ম্যাজিক শো, ছোটোদের খেলার জায়গা। প্রতিদিনই সন্ধ্যায় বিশেষ সংগীতানুষ্ঠান থাকবে। বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত কার্নিভালে আসতে পারবেন সাধারণ মানুষ।

প্রসঙ্গত, গতবছর এই ক্রিস্টমাস কার্নিভালের অনুষ্ঠানকে ঘিরে শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি ও হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তীর মধ্যে তুমুল বচসা হয়। প্রকাশ্যে পুরসভার মুখ্য প্রশাসকের গায়ে হাত দিতে দেখা গিয়েছিল বিধায়ককে। এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাওড়া ক্রিস্টমাস কার্নিভালের জন্য বিশেষ কমিটি তৈরী করা হয়।