নিউজ পোল বিনোদন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন। পরিচালক শ্যাম বেনেগালের জীবনাবসান। বয়স হয়েছিল ৯০। আজ সোমবার সন্ধে ৬টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বহু দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এ ছাড়াও কিডনির সমস্যাও ছিল তাঁর। পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মেয়ে পিয়া বেনেগাল।
গত ১৪ ডিসেম্বর ছিল শ্যাম বেনেগালের জন্মদিন। ৯০ বছর পূর্ণ করেন তিনি। এই দিনটি পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে কাটান। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা কুলভূষণ খারবান্দা, নাসিরুদ্দিন শাহ, দিব্যা দত্ত, শাবানা আজমি, রজিত কপূর, অতুল তিওয়ারি, শশী কপূরের পুত্র কুণাল কপূর।
শারীরিক অসুস্থতা সত্বেও কাজের মধ্যেই ছিলেন তিনি। সপ্তাহে তিন দিন ডায়ালিসিস হলেও ছবির কাজ থামেনি। ২০২৩ মুক্তি পায় তাঁর শেষ ছবি ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’।
জীবনে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ১৯৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে পদ্মভূষণ পান। দাদাসাহেব ফালকে পুরস্কারেও ভূষিত হন তিনি।
১৯৩৪ সালের ১৪ ডিসেম্বর হায়দরাবাদে কোঙ্কনি পরিবারে জন্ম হয় শ্যাম বেনেগালের। মাত্র ১২ বছর বয়সে বাবার দেওয়া ক্যামেরার মাধ্যমে প্রথম ছবি তৈরি করেছিলেন তিনি। তাঁর বাবা ছিলেন পেশায় চিত্রগ্রাহক। সেখান থেকেই অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি। হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন তিনি। এরপর হায়দরাবাদ ফিল্ম সোসাইটি থেকেই ছবি নির্মাণের সফর শুরু হয় তাঁর। তাঁর উল্লেখযোগ্য ছবি হল,
‘মন্থন’, ‘জুনুন’, ‘আরোহণ’, ‘নেতাজি সুভাষ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো’, ‘ওয়েল ডান আব্বা’, ‘মাম্মো’। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া বিনোদন জগতে।