বড়দিনের জন্য রাস্তা বন্ধ কলকাতায়

কলকাতা রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- কলকাতার রাস্তা বন্ধ। একে তো জ্যাম আর যানজটের কারণে মানুষ প্রতিদিন নাজেহাল হচ্ছে তার মধ্যে আবার রাস্তা বন্ধ। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাস্তা বন্ধ। কিছু করার নেই, নির্দেশিকা জারি করেছে পুলিশ, তাই আপনি বাধ্য এখন সেই নির্দেশকে মানতে। না হলে আপনি আরও নাজেহাল হবেন। মঙ্গলবার ২৪ ডিসেম্বর বিকেল ৪ টে থেকে ২৫ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত এবং বড়দিনে বিকেল ৪টে থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সেখানে কোনওরকম যান চলাচল করবে না ওই রাস্তা দিয়ে। আর এই নির্দেশ জারি না করেল যেকোন সময়ে বড় ধরণের ঘটনা ঘটে যেতে পারে। আর বড়দিনের সময় পার্কস্ট্রীট একেবারেই জনসমুদ্রে পরিণত হয় তাই আগে থাকতেই কলকাতা পুলিশের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। আপনি যদি বড়দিনের সময় শহর কলকাতায় এসে ঘুরতে চান তাহলে অবশ্যই মাথায় রাখুন নির্দেশিকা না হলে আপনাকে আরও বড় জ্যামের মধ্যে পড়তে হতে পারে। শুধু তাই নয়, এই সময় মেট্রোতেও বিশেষ কড়া নজরদারি চালানো হবে, যাতে কোনোরকম বিপত্তি না ঘটে। সাদা পোষাকের বাহিনী কিন্তু সবসময়ই ঘুরবে সব জায়গায়। যেকোন ধরণের ঘটনাকে এড়াতে এবার কলকাতা পুলিশ একেবরেই নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলতে চলেছে শহর কলকাতার বিশিরভাগ জায়গাকেই। তাই আগে থাকতেই সকলেই সাবধানতা অবলম্বন করে বাড়ি থেকে বেড়িয়ে আবার শান্তিই বাড়ি ফিরুন কলকাতা পুলিশের নির্দেশ মেনে অন্যথা নাজেহাল হতে হবে আপনাকেই।