নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার ভোররাতে গায়ক শানের পশ্চিম বান্দ্রার পনেরো তলার আবাসনে আগুন লাগে। ওই আবাসনের ৭ তলায় থাকেন গায়ক শান আর সেখানেই লাগে ভয়াবহ আগুন। গোটা আবাসন কালো ধোঁয়ায় ঢেকে যায়। রাত পৌনে ২টো নাগাদ দমকলকে খবর দেওয়া হয়। দমকল মোট ১০টি এঞ্জিন নিয়ে হাজির হয় আবাসনে। আবাসনে পৌঁছে দমকল কর্মীরা জানান ৭ তলাতে দেখা মেলে আগুনের। ঘটনায় আবাসনের সবাইকে উদ্ধার করে দমকল। কিন্তু অসুস্থ হয়ে পড়েন ৮০ বছরের এক বৃদ্ধা।
গায়ক শান জানান এখন তিনি ও তাঁর পরিবার সুরক্ষিত আছেন। আগুন লাগার পর তিনি ও তাঁর পরিবার আশ্রয় নিয়েছিলেন আবাসনের ১৫ তলায়। দমকল ও পুলিশকর্মীরা এসে তাঁদেরকে উদ্ধার করে নিয়ে যান। শান বলেন “সকলকে জানাতে চাই আমি ও আমার পরিবার এখন ঠিক আছি। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এখন আমরা বাড়ি ফেরার অপেক্ষা তে রয়েছি। ধন্যবাদ জানাই মুম্বই পুলিশ ও দমকল কর্মীদের এতো ভালোভাবে উদ্ধারকাজ সম্পূর্ণ করার জন্য। এই ঘটনার কথা আমি আর মনে করতে চাই না।”
প্রাথমিকভাবে তদন্তের পর দমকল কর্মীরা মনে করছেন শর্টসার্কিটের জেরেই ঘটেছে এই ঘটনা