সল্টলেকে আজ থেকে শুরু হচ্ছে রাজস্থানী মেলা

Uncategorized

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : গতকাল থেকেই অর্থাৎ ২৪ শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে সল্টলেক সেক্টর ৫ এ লোকসংস্কৃতি কমিটির উদ্যোগে উদ্যোগে রাজস্থানী মেলা। যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এদিন এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধাননগরের বিধায়ক সুজিত বোস। এছাড়াও এই আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধান নগর পুরো নিগমের ডেপুটি মেয়র অনিতা মন্ডল, কমিটির সভাপতি সন্দীপ গার্গ, সেক্রেটারি কমলেশ কেজরিওয়াল এবং ভাইস-প্রেসিডেন্ট পবন ভূআনিয়া ও প্রেম ঝাওয়ার। এছাড়াও ছিলেন কনভেনার ইন্ডের দেগা সন্দীপ দীদওয়ানিয়া ও রাহুল খান্না।

মূলত রাজস্থানের সংস্কৃতিকে কেন্দ্র করে এই রাজস্থানী মেলা অনুষ্ঠিত হয়। এই মেলাতে দেখা গেল রাজস্থানের বিখ্যাত উট, গরুর গাড়ি, ঘোড়া, তাদের ট্র্যাডিশনাল রাজস্থানী ডান্স। এছাড়াও এই মেলাতে পাওয়া যায় রাজস্থানের রাজস্থানী খাবার যেমন ডাল-বাটি-চুরমা,খিচুড়ি, মালপোয়া ইত্যাদি। যা অত্যন্ত লোভনীয়। এই খাবারগুলি শুধু রাজস্থানীদের নয় বাঙালিদের কাছে ও লোভনীয়।

উল্লেখ্য, যাদের পূর্বপুরুষরা রাজস্থানের জন্মগ্রহণ করেছেন এবং তাদের উত্তরসুরিরা কলকাতাতে চলে এসেছেন কর্মসূত্রে। তাদের কথা মাথায় রেখে এই মেলা আয়োজন করা হয়। তাঁরা যাতে রাজস্থানে সংস্কৃতি ভুলে না যায় সেই জন্য গত ২২ বছর ধরে সল্টলেকে লোকসংস্কৃতির উদ্যোগে আয়োজিত এই মেলা। কলকাতানিবাসী রাজস্থানী ছাড়াও রাজস্থান থেকে বহু রাজস্থানী এই মেলায় অংশগ্রহণ করেন। শুধুমাত্র রাজস্থানীরা নয় বহু বাঙালিরাও এই মেলায় ভিড় করেন।

পরিবারের সবাইকে নিয়ে এই মেলায় ঘুরতে এসে এখানে রাজস্থানী খাবার উপভোগ করেন সাধারণ মানুষরা। এই মেলার উদ্যোক্তারা জানান, ‘আমরা খুব শীঘ্রই নিউটাউনে ৩৬৫ দিন যাতে রাজস্থানী খাবার খেতে পারেন তার ব্যবস্থা করছি। এছাড়া কর্মসূত্রে যে সমস্ত রাজস্থানী কলকাতায় থাকেন তাঁরা যাতে রাজস্থানী পরিবেশে বিয়ের আয়োজন করতে পারেন তার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে।’