সরকারের অনুমতি ছাড়াই কলকাতার রাস্তার নাম বদলে দিল গুগল!

breakingnews

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরজিকরে নৃশংস নরকীয় হত্যাকাণ্ডতেই বদলে গেলো শহর কলকাতার ইতিহাস। সরকারের অনুমতি ছাড়াই বদল গুগল ম্যাপে। শহর কলকাতায় রাতারাতি বদলে গেলো ক্রসিং-এর নাম। আরজি কর কাণ্ডের পর কয়েক মাস ধরে রাজপথে লাগাতার চলেছিল বিক্ষোভ। দীর্ঘদিন খবরের শিরোনামে ছিল শুধুই আরজিকর। এর মাঝে সবেমাত্র যখন বিক্ষোভে নয় বরং বড়দিনে আনন্দের উৎসবে মেতেছিল কলকাতা, ঠিক তখনই আবারও পুরনো ঘটনার স্মরণ। আরো একবার এই কাণ্ড স্মরণ করিয়ে দিল কয়েক মাস আগের কলকাতার সেই রূপ। যখন মশাল হাতে রাত দখল করেন মহিলারা। জনবহুল এসপ্লানেডের এই ক্রসিং পেরিয়ে প্রতিদিন যাতায়াত করেন বহু মানুষ। অনেক আন্দোলন, মিছিলেরও সাক্ষী এই ডোরিনা ক্রসিং।

সম্প্রতি অবশ্য আরজিকর মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ। এরই মধ্যে বদলে গেল ক্রসিং-এর নাম।ব্রিটিশ সময় থেকে চলে আসা শহর কলকাতার প্রাণকেন্দ্রে ডোরিনা ক্রসিং, নাম বদলে দিল গুগল। ডাক্তারদের তরফ থেকে গুগলের কাছে আবেদন করা হলে গুগল সম্মতি জানায়। ডাক্তারদের কথাকে মান্যতা দেন গুগল। ডোরিনা ক্রসিং নাম বদলে করা হলো অভয়া ক্রসিং।

গুগল ডাক্তারদের অনুরোধ গ্রহণ করার পর ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামে’র তরফে মুখ্যসচিব-মেয়রকে ইমেল করে জানানো হয়েছে বিষয়টি। বুধবার এ কথা জানিয়েছেন, WBDF-এর সদস্য চিকিৎসক প্রমোদরঞ্জন রায়। জানা গিয়েছে সেই মতই চিকিৎসকদের অনুরোধ মেনে নতুন নাম দেওয়া হয়েছে ‘অভয়া ক্রসিং’। রাজ্য সরকারের অনুমতি ছাড়াই বদল গুগলের।
কিন্তু রাজ্য সরকারের অনুমতি ছাড়াই ডাক্তারদের অনুরোধ কিভাবে মেলে নিল গুগল? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি রাজ্য সরকারের তরফ থেকে। তবুও ঘটনাকে ঘিরে উঠছে প্রশ্ন।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়াতে বিশিষ্ট চলচ্চিত্রকার অঞ্জন দত্ত ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন ‘ছোটবেলা থেকে আমরা যে নাম শুনে বড়ো হয়েছি আজ হঠাৎ করে আমার ছেলে অন্য নাম শুনছে। এভাবে কি কোনও শহরের ইতিহাস বদলে দেওয়া যায়?’
তিনি উদাহরণ হিসেবে ডেকারস্লেনের নাম বদলের প্রসঙ্গ এনেছেন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন এভাবে কলকাতার নাম বদল করে ইতিহাসকে বদলে দেওয়ার যে অপচেষ্টা চলছে তা কাম্য নয়।