নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: আজ বুধবার সন্ধ্যায় উদ্বোধন হল ১১তম নিউটাউন বইমেলার। এবারের থিম শতবর্ষে রবীন্দ্রনাথের রক্তকরবী।
এবছর নিউটাউন বইমেলা বড়দিনের সন্ধ্যায় শুরু হয়ে চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। এবছরেও নিউটাউন বইমেলা সেন্ট্রাল মলের সামনে নিউটাউন ক্লক টাওয়ার গ্রাউন্ডে(সিটি স্কোয়ার) মেলা শুরু হল। বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিডকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, এনকেডিএ’র চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়, কবি জয় গোস্বামী, শিল্পপতি সত্যম রায়চৌধুরী, পাবলিশার্স অ্যান্ড গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, পাবলিশার্স অ্যান্ড গিল্ডের সম্পাদক সুধাশু শেখর দে, রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, নিউটাউন বইমেলার সভাপতি গৌতম রায়, নিউটাউন বইমেলার সম্পাদক সঞ্জয় জানা, নিউটাউন বইমেলার সহ-সভাপতি অনুপম জানা সহ বিশিষ্টজনেরা।
নিউটাউন বইমেলা উপলক্ষে এবারই প্রথম একটি লোগো তৈরি করা হয়েছে। যে লোগোতে বিশ্ববাংলা গেটের ছবি দেখা যাচ্ছে। এবারের থিম শতবর্ষে রবীন্দ্রনাথের রক্তকরবী। সেই উপলক্ষে বিভিন্ন রকম আটওয়ার্ক বইমেলার গেটে দেখতে পাবেন দর্শকরা। এছাড়া একশোর বেশি পাবলিশার্স থাকছেন তাঁদের বইয়ের সম্ভার নিয়ে। হিডকো, এনকেডিএ, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এই বই মেলাতে যোগদান করেছে। একটি কবিতা উৎসবেরও আয়োজন করেছে বইমেলা কর্তৃপক্ষ। থাকছে খাবারের স্টল। থাকছে আড্ডা জোন। মমতা বিতান নামে একটি স্টল করা হয়েছে। এই স্টলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সব বই পাওয়া যাবে। এছাড়া হিডকো এবং এনকেডিএ’র স্টল করা হয়েছে। এই দু’টো স্টলে নিউটউন স্মার্ট সিটি এলাকায় সুযোগ সুবিধা সহ জরুরি পরিষেবা সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন নিউটাউনের বাসিন্দারা।