সাতসকালেই নাকাল মেট্রো যাত্রীরা

কলকাতা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:– বড়দিনের পরেই অফিস যাওয়ার সময় রীতিমতন বিপাকে পড়তে হল মেট্রো যাত্রীদের। আজ বৃহস্পিতিবার সকাল ৯টা নাগাদ মেট্রো লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে বেলগাছিয়ায় ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল।ফলে যাত্রীদের ভোগান্তি হয়েছে। সূত্রের খবর, পরিষেবা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রেন চলাচল করছে।

আধঘন্টা পর ত্রুটি সারিয়ে মেট্রো চলাচল শুরু হলেও, স্টেশনগুলোতে ভিড় জমে যায়। পরিষেবা শুরু হলেও একের পর এক মেট্রো ছেড়ে দিতে হচ্ছে নিত্যযাত্রীদের অতিরিক্ত ভিড়ের কারণে। দক্ষিনেশ্বর থেকে রওনা হওয়া একটি মেট্রো বেলগাছিয়া পৌঁছলে ভিড়ের কারণে সকল যাত্রীকে নামতে বলা হয়। মেট্রোটি সেখানে আধঘন্টা দাঁড়িয়ে থাকে। ততক্ষন গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। সাড়ে ৯টা নাগাদ যান্ত্রিক ত্রুটি সারিয়ে মেট্রো চলতে শুরু করে। কিন্তু তাতেও ভোগান্তি কমেনি নিত্যযাত্রীদের। দক্ষিনেশ্বর-দমদম থেকেই ভিড়ে ঠাসা হয়ে আসছে মেট্রো। ফলে যাত্রীরা পরবর্তী স্টেশন থেকে ভিড়ে ঠাসা ওই মেট্রোতে উঠতে পারছেন না। আর এর কারণেই যাত্রীদের গন্তব্যে পৌঁছতে যথেষ্টই দেরী হচ্ছে।