বাংলায় ঠান্ডা কবে? আশার বাণী কিছুই নেই হাওয়া অফিসে

আবহাওয়া কলকাতা জেলা দেশ রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি , কলকাতা:- শান্তিনিকেতনে এই মুহূর্তে চলছে পৌষ মেলা আর বুধবার বড়দিনের দিন সেই পৌষ মেলায় সিংহভাগেরও বেশি মানুষ ঘুরে বেরিয়েছেন জ্যাকেট এবং সোয়েটার না পড়েই। যে পৌষ মেলায় একটা সময় দিন হোক বা রাত রীতিমতো সবাইকে কাঁপুনি ধরিয়ে দিত এই ঠান্ডা, আর এবার প্রথমবার সেই পৌষ মেলাতেই মানুষ ঘুরে বেড়ালেন গরমের পোশাক না পড়েই। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা কোন হের ফের হবেনা তবে রাতের দিকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। কিন্তু তারপর আবার শনিবার থেকে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদের বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। নতুন করে সৃষ্টি হওয়া পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এবার ঠান্ডার দেখা নেই সে কথা পরিষ্কার জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

বছর শেষ হতে চললেও আদপে হাড় কাঁপুনি দেওয়ার ঠান্ডা ঠিক কবে থেকে যে পড়বে তা কিন্তু স্পষ্ট করে কিছুই বার্তা শোনাতে পারছে না হাওয়া অফিস। পাশাপাশি আগামী ২৮ এবং ২৯ শে ডিসেম্বর উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ফের ভারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

‌ তবে এর মাঝেও খুশির খবর শুনিয়েছে হাওয়া অফিস, দার্জিলিঙে হতে পারে তুষারপাত ফলে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এলাকায় বেশ ভাল রকমের ঠান্ডার প্রকোপ থাকবে এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। তবে বঙ্গবাসী যে ঠান্ডার আমেজ কবে সঠিকভাবে উপভোগ করবে তার কিন্তু কোন বার্তাই শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।