নিজস্ব প্রতিনিধি: আর জি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার তদন্ত নিয়ে চিকিৎসক সমাজের উদ্বেগ দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে, সিনিয়র চিকিৎসকদের সংগঠন ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস’ এবং ‘অভয়া মঞ্চ’ সরাসরি সিবিআইয়ের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার বিকালে, এই দুই সংগঠনের পক্ষ থেকে একটি পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল সল্টলেক সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের সদর দফতরে উপস্থিত হয়। তাদের উদ্দেশ্য ছিল, আর জি কর কাণ্ডের প্রধান তদন্তকারী অফিসারের সঙ্গে সরাসরি দেখা করে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানা। এর আগে, এই সংগঠনগুলি সিবিআইয়ের প্রধান তদন্তকারী অফিসারকে ই-মেল করে এই বৈঠকের অনুরোধ জানিয়েছিল। সিবিআই কর্তৃপক্ষ তাদের অনুরোধ মঞ্জুর করে বৈঠকের আয়োজন করে।
বৈঠকে উপস্থিত ছিলেন ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস’-এর সিনিয়র চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবং অন্যান্য প্রতিনিধিরা। তাঁরা সিবিআই কর্তৃপক্ষকে জানিয়েছেন যে, চিকিৎসক সমাজ এই ঘটনায় গভীরভাবে আহত এবং তারা সঠিক বিচার চায়। সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, “আমরা চাই এই ঘটনার সঙ্গে যুক্ত সকল অপরাধী যাতে দণ্ডিত হয়। তদন্ত নিরপেক্ষভাবে হচ্ছে কিনা, সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে চাই।”
সিবিআই কর্তৃপক্ষ চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন এবং তাদের সকল প্রশ্নের উত্তর দিয়েছেন। তবে, তদন্তের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। এই বৈঠকের পর, চিকিৎসক সমাজ আশাবাদী যে, সিবিআই এই ঘটনার একটি নিরপেক্ষ এবং দ্রুত তদন্ত করবে।