নিউজ পোল,ব্যুরো: হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তপ্ত বাংলাদেশ। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের অশান্তি চরম আকার নিয়েছে। বেছে বেছে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই আবহে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে অনেকেই ভারতে চলে আসছেন।বাংলাদেশ উত্তপ্ত হতেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে কলকাতার পার্ক স্ট্রিট থেকে এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। নাম, মহম্মদ আবিউর রহমান।
পুলিশ সূত্রে খবর, ওই যুবক বাংলাদেশের নড়াইলের বাসিন্দা। ধৃত যুবক বৈধ নথি ছাড়াই কোনোভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর তিনি ভারতীয় নাগরিক হিসেবে একটি জাল পরিচয়পত্র তৈরি করেন। ওই যুবক কলকাতায় থাকার জন্য এই নথিটি ব্যবহার করেছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কুইস স্ট্রিটে হানা দেয় পুলিশ। সেখান থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সন্দেহ করা হচ্ছে ওই যুবক প্রতারণামূলক কাজে জড়িত ছিল।
এই ব্যক্তির সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের লিংক রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ লালবাজার সূত্রে খবর, তাঁকে প্রাথমিকভাবে জেরা করে পুলিশ জানতে পারে, সে ২০২৩ সালের শুরু থেকে খিদিরপুরে ছিল ৷ তবে ১২ বছর ধরে ভারত-বাংলাদেশ যাতায়াত ছিল তাঁর ৷ তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক মোবাইল এবং ইলেকট্রনিক্স গ্যাজেট। সেগুলি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে ৷