গঙ্গাসাগর মেলা উপলক্ষে গঙ্গার তীরের সৌন্দর্যায়ন করতে চায় পুরসভা

কলকাতা

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে আজ শুক্রবার কলকাতা পুরসভার তরফে একটি বৈঠকের আয়োজন করা হয়। মেয়র ফিরহাদ হাকিমের পৌরহিত্য এই প্রস্তুতি বৈঠকের শেষে মেয়র জানান, গঙ্গাসাগর মেলা উপলক্ষে কলকাতার বাবুঘাটে আগত সব সন্যাসী ও সাধু সন্তদের পাশাপাশি পুণ্যার্থীদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা সহ, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করে থাকে কলকাতা পুরসভা। সেই উপলক্ষে পুণ্যার্থীদের কাছে পরিষেবা পৌঁছে দেবার জন্য পুরসভার তরফে ক্যাম্পের দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি মেয়র অতীন ঘোষ ও মেয়র পরিষদ দেবাশীষ কুমার এর উপরে। তারা এইসব পরিসেবা প্রদানের দায়িত্বটি দেখভাল করবেন।

এর পাশাপাশি এদিন আবাসিক বাড়িগুলি কে কমার্সিয়াল কাজে ব্যবহারে বিষয় নিয়ে সরব হন তিনি বলেন অনেক ক্ষেত্রেই আবাসিক বাড়ি গুলিকে কমার্শিয়ালে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। এটা বন্ধ করতে হবে। আমি বিল্ডিং ডিপার্টমেন্ট কে বলব কড়া নজর রাখতে। আমাদের আইনে আছে বেয়াল্লিশটা ব্যবসা করা যাবে কিন্তু এই ব্যবসা করতে গিয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযত রাখতে হবে। দমকল যাতে ঢুকতে হবে তারও ব্যবস্থা করতে হবে।’

মেয়র এদিন আরও জানান বর্তমানে বেশ কিছু বাড়ির ছাদকে বেআইনিভাবে ঘিরে ব্যবসা করা হচ্ছে। যার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।
পিলেনিয়াম পার্ক নিয়েও সরব হন মেয়র। তিনি বলেন এই পার্কটি বন্দর কর্তৃপক্ষ দাবি করেছেন তাদের। তাই তাদেরই রক্ষণাবেক্ষণ করার কথা। কিন্তু তারা করছে না, উল্টে পুরসভা কেউ দিচ্ছে না। আমরা পেলে মল্লিকঘাট পর্যন্ত গঙ্গার ধারে সবুজায়নের পাশাপাশি গঙ্গার তীর ধরে সৌন্দর্যায়নের কাজ করতে পারি।
এদিন মেয়রকে হিটকোর বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন মুখ্যমন্ত্রী যে নির্দেশ নিয়েছেন তা ভাবনা চিন্তা করেই নিয়েছেন। উনার নিশ্চয়ই কোন একটা পরিকল্পনা আছে। আমি দলের একজন অনুগত সৈনিক তাই দল যা দায়িত্ব দেবে আমি সেটাই পালন করব।