বছরের শেষে হালকা শীত, নতুন বছরে জাঁকিয়ে বসবে শীত

কলকাতা জেলা রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফিরল হালকা শীতের আমেজ। তবে শনিবার ও রবিবার কিছু জেলায় বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। একাধিক জেলায় থাকবে মেঘলা আকাশ। সোমবার থেকে কমতে শুরু করবে তাপমাত্রা। বছরের শেষ কয়েকটা দিনে হালকা একটা শীতের আমেজ থাকবে। নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি শীত জাঁকিয়ে পরার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার ও রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, এবং মুর্শিদাবাদে। কলকাতাতেও মিলতে পারে মেঘলা আকাশ। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর আবহাওয়া থাকবে শুষ্ক। শনিবার ও রবিবার রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে দুই থেকে চার ডিগ্রী সেলসিয়াস বেশি রয়েছে স্বাভাবিকের তুলনায়। কিন্তু সোমবার থেকে পারদ নামবে। সোম মঙ্গল বুধ দু-তিন দিনের মধ্যে পাঁচ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে বছরের শুরুতে। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

উত্তরবঙ্গে শীতের আগমন ঘটেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন অর্থাৎ শনিবার ও রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া বেশ কিছুটা পরিবর্তন হতে চলেছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং আশপাশের জেলাগুলিতে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। তবে শনিবার কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। এই দুই দিন রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কমবে এবং কোল্ড-ডে পরিস্থিতি তৈরি হতে পারে।