নিজস্ব প্রতিনিধি,কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য সুখবর! বছরের শেষ বেলায় যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ সুবিধা মেট্রোর। যাত্রী ভোগান্তি এড়াতে বর্ষবরণের রাত্রে উপহার, চলবে স্পেশাল মেট্রো।
বর্ষবরণের রাতে উৎসবে মাতোয়ারা কলকাতায় যাতে কোনোভাবেই যাত্রী ভোগান্তি না বাড়ে তার জন্যই বিশেষ উদ্যোগ। সেই কথা মাথায় রেখেই নির্ধারিত সময় থেকে বাড়তি সময়ে মেট্রো পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ।নতুন বছরের প্রাক্কালে ব্লু লাইনে চলবে ছয়টি অতিরিক্ত মেট্রো। মেট্রো নতুন বছরের প্রাক্কালে অর্থাৎ ৩১ ডিসেম্বর রাত্রে (মঙ্গলবার) ব্লু লাইনে মেট্রো যাত্রীদের সুবিধার্থে চলবে বিশেষ ছয়টি অতিরিক্ত পরিষেবা।
এই বিশেষ ছয়টি অতিরিক্ত পরিষেবা দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে পাওয়া যাবে। রাতে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে রাত ৯:৪৮ মিনিটে। দ্বিতীয় পরিষেবা পাওয়া যাবে রাত ১০:০৩ মিনিটে। তৃতীয় মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত ১০:২৫ মিনিটে।
এই তিনটি ইউপি এবং ডিএন বিশেষ পরিষেবাগুলি নববর্ষের প্রাক্কালে ০৯.৪০ দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে ১৫ মিনিটের ব্যবধানে উপলব্ধ হবে। ব্লু লাইনে মঙ্গলবার রাত ১১.৪০ পর্যন্ত বিশেষ মেট্রো পরিষেবাগুলি সেই দিন যথারীতি কবি সুভাষ ও দম দম থেকে পাওয়া যাবে। ওইদিন গ্রীন লাইন-১, গ্রীন লাইন-২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে সাধারণ সেবা পাওয়া যাবে।