নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্তমানে যেখানে জলাশয় ভরাট বন্ধ করতে বারবার সোচ্চার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনকে তৎপর হতে বলছেন। তারপরও দেখা যাচ্ছে একই ছবি। এবার রাজারহাটে জলাশয় ভরাটের অভিযোগ। অভিযোগ এনেছেন স্থানীয়রাই। কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে সম্ভব হচ্ছে বারে বারে এ কাজ? প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই।
রাজারহাটের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিখরপুর এলাকায় রাস্তার পাশেই চলছে জলাশয় ভরাটের কাজ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই জলাশয় তারা মাছ ধরত। কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে থেকেই ওই জলাশয় এর উপর মাটি পড়া শুরু হয়। আর এই কাজ চাঁদপুর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের মদতে হচ্ছে বলেও অভিযোগ। যদিও চাঁদপুর পঞ্চায়েত উপপ্রধান এক্রামুল মোল্লা অভিযোগ অস্বীকার করলেও তার কথায় রয়েছে অসংগতি।
এ বিষয়ে উপপ্রধান এক্রামুল মোল্লা বলেন, ‘জলাশয় ভরাটের বিষয়ে আমি জানিনা। এ বিষয়ে শুনেছি রাজারহাট থানার আইসি সঙ্গে কথা হয়েছে। আমাদের পঞ্চায়েতের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে’।