নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঁকুড়ায় খাঁচা বন্দি বাঘিনী জিনাতকে কলকাতার আলিপুর পশু চিকিৎসালয়ের কোয়ারেন্টাইন রুমে রাখা হয়েছে। আগামী কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখার পর ওড়িশার সিমলিপালের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বন দফতরের দাবি, তিন বছরের জিনাত সম্পূর্ণ সুস্থ।
গত ১৫ নভেম্বর মহারাষ্ট্র থেকে সিমলিপালে আনা হয়েছিল জিনাতকে। ২৮ নভেম্বর সে ঘরছাড়া হয়। ঝাড়খণ্ড, জামশেদপুর, চাকুলিয়া, বেলপাহাড়ির কাঁকরাঝোড়, ময়ূরঝর্ণা হয়ে পুরুলিয়ার রাইকা পাহাড়ে যায়। বাঁকুড়ার মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের কাছে রানিবাঁধ ব্লকের বন পুকুরিয়া ডিয়ার পার্কের কাছে গোঁসাইডিহিতে তার শেষ অবস্থান ছিল।
শনিবার বিকেলে বনদপ্তরের কর্মীরা প্রথমবারের মতো ক্যামেরাবন্দি করেন বাঘিনী জিনাতকে। তৎক্ষণাৎ জিনাতকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। যদিও প্রথম চেষ্টায় গুলি লক্ষ্যভেদ হয়নি। এরপর, সমগ্র এলাকাকে দ্বিস্তরীয় জাল দিয়ে ঘিরে ফেলা হয়। জালের বাইরে আগুন জ্বালিয়ে দেওয়া হয় যাতে জিনাত আরও বেশি করে আবদ্ধ হয়ে পড়ে। এছাড়া, নেট ফেনসিং বরাবর প্রতি ১০ মিটার অন্তর অন্তর একজন করে কর্মীকে দায়িত্ব দেওয়া হয় যাতে জিনাত যাতে কোনোভাবে পালিয়ে যেতে না পারে।