নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি প্রকল্পের টেন্ডার সংক্রান্ত নীতি নতুন করে পর্যালোচনা করবে। নবান্নে এদিন রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এই মর্মে নির্দেশ দিয়েছেন। বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন ই টেন্ডারের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন। তাঁরা জানান, ই টেন্ডার হওয়ার ফলে দর কম দিয়ে অনেক সংস্থা বরাত পেয়ে যাচ্ছে। কিন্তু পরে তারা কাজ শেষ করছে না। এর ফলে প্রকল্পের কাজ শেষ হতে দেরি হচ্ছে। এরকম খেলাপী ক্ষেত্রে কোন জরিমানা করার সংস্থান সরকারের নেই। এজন্য অর্থ দফতরকে কঠোর নিয়ম চালু করার জন্য মন্ত্রিদ্বয় আবেদন জানান। মুখ্যমন্ত্রী ওই প্রস্তাবে সায় দিয়ে বলেন, টেন্ডার সংক্রান্ত নতুন নীতি প্রস্তুত করা হবে। সেজন্য বণিক সভা গুলির ও মতামত নেওয়া হবে।
সরকারি প্রকল্পে অহেতুক দেরি বরদাস্ত করা হবে না। দরকার হলে সংশ্লিষ্ট ঠিকাদারের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। হুগলিতে এক ঠিকাদার ৬২ শতাংশ কাজ করে আর কাজ করেনি বলে জানান মন্ত্রী মানস ভুঁইয়া। মুখ্যমন্ত্রী জানান, ওই ধরনের ঠিকাদাররা কাজের ক্ষতি করার জন্যই আসছে। সেই কারণে অনলাইনের পাশাপাশি অফলাইনেও ব্যবস্থা রাখা উচিত। ঠিকাদারদের যোগ্যতা ও কাজের মান ভালোভাবে খতিয়ে দেখা হোক। শুধুমাত্র কম দামে টেন্ডার ধরে কাজ পাবে এটা যেন না হয়। হয়তো ভালো উদ্দেশ্যেই এই টেন্ডার করা হচ্ছে। কিন্তু কিছু মাফিয়া কম রেটে টেন্ডার পেয়ে সরকারি নির্দেশের অপব্যবহার করছে।