স্কুল পরিদর্শনে হুগলির সাংসদ

জেলা

নিজস্ব প্রতিনিধি, হুগলি: স্কুলে গিয়ে মিড ডে মিল চেখে দেখলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তেল মশলা ছাড়া খাবার খেয়ে রাধুনীদের দশে দশ দিলেন। তাঁকে সকলেই চেনেন দিদি নম্বর ওয়ান বলেই। পাশাপাশি রাজনীতির ময়দানে পা রাখেন তিনি। ভোটে জেতার পর থেকেই হুগলির বিভিন্ন স্কুল, হাসপাতাল ঘুরে ঘুরে দেখছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তেমনই বৃহস্পতিবার (২ জানুয়ারি) নববর্ষের শুভেচ্ছা জানাতে হুগলিতে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন হুগলির বিভিন্ন স্কুলে গিয়ে মিড ডে মিল চেখে দেখলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার প্রথমে চুঁচুড়ার দুটি কলেজে যান। এরপর চুঁচুড়ারই জ্যোতিষচন্দ্র স্কুল,গরবাটি ও অনুকুল চন্দ্র স্কুলে যান সাংসদ।সেখানে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন এবং সমস্ত ব্যবস্থা কেমন সেটিও পরীক্ষা করে দেখছেন। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সুবিধা অসুবিধা নিয়ে কথাও বলেন এদিন তিনি।

পাশাপাশি জ্যোতিষচন্দ্র স্কুলে মিড ডে মিল রান্নাঘর ঘুরে দেখেন। বাচ্চাদের জন্য কি রকম রান্না তা চেখেও দেখেন।এদিন তিনি জানান, “আলু ফুলকপির তরকারি দিয়ে ভাত খেয়েছি একেবারে দশে দশ। তেল মশলা ছাড়া এত ভালো রান্না আগে কোনোদিনও খাইনি।”

এদিন সাংসদ বলেন, “মিড ডে মিলের খাবার ভীষন ফ্রেশ। বাচ্চাদের জন্য স্কুলের দিদিরা খুব সুন্দর রান্না তৈরি করে দিচ্ছেন।” বাচ্চারা যথাযথ মিড ডে মিল পাচ্ছে কিনা সেই নজর রাখতেই আজকের এই সফর বলে জানান তিনি।