বর্ষবরণের রাতে পিটিয়ে হত্যা

কলকাতা

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: সল্টলেক মহিষ বাথান উদয়ন পল্লীতে নতুন বছরের শুরুতেই ভয়াবহ ঘটনা ঘটেছে। বর্ষবরণের রাতে বন্ধুদের ডাকে বেরিয়ে যাওয়া এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মৃত যুবকের নাম সুব্রত মাঝি (২৬)। এই ঘটনায় ইতিমধ্যে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ সবুজ মিস্ত্রী নামে একজনকে গ্রেপ্তার করেছে।

সূত্রের খবর, সুব্রত একজন ডেলিভারি বয় ছিলেন। তার জন্মদিন ছিল ১ জানুয়ারি। ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১০ টা নাগাদ তার এক বন্ধু সোনা তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সুব্রত। ঘন্টা খানেক পরেও ফিরে না আসায় তার পরিবারের লোকেরা চিন্তিত হয়ে ওঠে। তাকে একাধিকবার ফোন করা হয় কিন্তু কোনো সাড়া মেলেনি। পরে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ মেলেনি।

পরে জানা যায়, সুব্রতের আরেক বন্ধু মৃত্যুঞ্জয় তাকে পাড়ার এক ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাকে হাসপাতালে নিয়ে যেতে বললেও, তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে পরিবারের লোকেরা তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। মৃত্যুঞ্জয় এই ঘটনার পর থেকে পলাতক। পুলিশ বাড়ির কাছে একটি ক্লাবের মাঠে সুব্রতকে পড়ে থাকতে দেখেছে। সেই জায়গাটি পুলিশ ঘিরে রেখেছে। এই ঘটনায় কারা জড়িত এবং কেন সুব্রতকে মারধর করা হয়েছে সেই বিষয়ে তদন্ত চলছে।