কলকাতায় জমিয়ে শীতের আমেজ! রাজ্যজুড়ে কেমন ঠান্ডা থাকতে চলেছে?

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি শীতের মরশুমের আজ দ্বিতীয় শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। শুক্রবার পর্যন্ত এই শীতের রেষ বজায় থাকবে। সপ্তাহান্তে তাপমাত্রা বাড়বে। শনিবার ও রবিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহের শেষে তাপমাত্রা বাড়বে এবং বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ।

আগামী সপ্তাহের শুরুতে আবহাওয়ার পরিবর্তন সিকিম ও উত্তরবঙ্গে দেখা যেতে পারে। দার্জিলিঙে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। আগামী ৭ জানুয়ারি মঙ্গলবার বছরের প্রথম তুষারপাত হতে পারে দার্জিলিঙে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা পড়তে পারে।

এই মরশুমে তাপমাত্রা আর নিচে নামবে না বলে আবহাওয়া দফতর জানিয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের দাপুটে ব্যাটিং চলছে। পশ্চিমের জেলায় পারদ কোনো কোনো জায়গায় ৬ বা ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে।

কলকাতায় রাতের তাপমাত্রা ১৪.২ থেকে নেমে ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। কাল দিনের তাপমাত্রা ২২.৬ থেকে সামান্য বেড়ে ২২.৮ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। স্বাভাবিকের তুলনায় আড়াই ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৫৭ থেকে ৯৬ শতাংশ।