নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্য কলকাতার জোড়াসাঁকো এলাকায় তরুণীর আত্মহত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গৃহবধূর কথার প্রভাবেই তরুণী তিনতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন। এই ঘটনার এক মাস পর আজ অর্থাৎ বৃহস্পতিবার আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই গৃহবধূকে।
সূত্রের খবর, গত ৩০শে নভেম্বর মিত্র লেনের একটি বাড়িতে এই ঘটনাটি ঘটে। বাড়িটির তিনতলায় ১৮ বছরের ফিরোজা পারভিনের পাশের ঘরেই থাকতেন অভিযুক্ত গৃহবধূ তারান্নাম আরা। দুজনের মধ্যে জল তোলা থেকে শুরু করে বাথরুম ব্যবহার করা, নানা বিষয় নিয়ে প্রায়ই তর্ক হত। ঘটনার দিন দুপুরে তাঁদের মধ্যে ঝগড়া চরমে উঠলে গৃহবধূ তরুণীকে বলেন,”মরতে পারিস না?মরেই যা তুই।”
স্থানীয় বাসিন্দারা জানান, এই কথা শুনে মানসিকভাবে ভেঙে পড়েন ফিরোজা। বিকেল ৩টে নাগাদ তাঁকে তিনতলার বারান্দা থেকে ঝাঁপ দিতে দেখা যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। ফিরোজার পরিবার তাঁকে খুন করার অভিযোগ দায়ের করে থানায়। কিন্তু পুলিশ তদন্ত করে জানতে পারে যে ফিরোজকে আত্মহত্যার জন্য প্ররোচিত করা হয়েছিল।
পুলিশ এই ঘটনায় আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। তবে তারান্নাম আরার বিরুদ্ধেই প্রমাণ পাওয়া যায় যে, তার কথার প্রভাবেই ফিরোজা আত্মহত্যা করেছে। বুধবার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। অন্য অভিযুক্তদের সন্ধান চলছে বলে পুলিশ জানিয়েছে।