ফুটবলের জন্যই অকালে গেলো প্রাণ!

breakingnews কলকাতা জেলা

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: ফুটবল খেলাই হলো কাল! অকালে প্রাণ হারালো যুবক। খাল থেকে ফুটবল তুলতে গিয়ে জলে তলিয়ে গেল এক যুবক।

মধ্যমগ্রাম থানা এলাকার দিয়ারা গ্রামের ঘটনা। যুবকের নাম রিশপ কুন্ডু বয়স কুড়ি। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম ও রাজারহাট থানার পুলিশ।মধ্যমগ্রাম থানা এলাকার দিয়ারা গ্রামে বিকেলে খেলার মাঠে ফুটবল খেলছিল একদল যুবক। খেলার মাঝেই খালে খালে পড়ে যায় ফুটবল। সেই ফুটবল তুলতে গিয়ে তলিয়ে যায় এক যুবক। যুবকের নাম রিসব কুন্ডু বয়স ২০।

কয়েকজন বন্ধু চেষ্টা করলেও তারা উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে রাজারহাট এবং মধ্যমগ্রাম থানার পুলিশ যায় ।প্রথমে রাজারহাট থানার পুলিশের তরফ থেকে একজন ডুবুরি নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ তল্লাশি চালানো হয়। পরে মধ্যমগ্রাম থানা কে পুরো বিষয়টি জানানো হয়। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ এলেও কোনো ডুবুরি আসেনি বলে এলাকার বাসিন্দাদের ক্ষোভ।

১৭ ঘণ্টা পর মৃতদেহ উদ্ধার। দীর্ঘ কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর খাল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার করে মধ্যমগ্রাম থানার পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট এর টিম।