দিদির প্রতি ঈর্ষায় মাকে খুন!

breakingnews অপরাধ দেশ

নিউজপোল ব্যুরো: দিদিকে বেশি ভালোবাসে! এই ধারণায় মাকে খুন। দিদিকে বেশি ভালবাসো তুমি’, বলেই ছুটে গিয়ে বৃদ্ধা মায়ের বুকে ছুরি বসিয়ে দিলেন মেয়ে! পরিবারের ছোট মেয়ের হটকারিতায় তাজ্জব পরিবার।

দিদির প্রতি মায়ের পক্ষপাত বেশি, অভিমানী বাড়ির ছোট মেয়ে করে বসলো খুন। বৃদ্ধা মাকে কুপিয়ে খুন করলেন বছর একচল্লিশের কনিষ্ঠ সন্তান। তার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ।
ঘটনা কি ঘিরে তুমুল শোরগোল পরে এলাকার। মহিলা থানায় গিয়ে আত্মসমর্পণ করার পর তৎক্ষণাৎ তাকে গ্রেফতার করে পুলিশ।
মা দিদিকে বেশি ভালবাসেন বরাবরই অভিযোগ ছিল ছোট মেয়ের। যাকে ঘিরে অন্তিম পর্বেও চলছিল তুমুল ঝগড়া। জানা যায় সেই সময়েই মাকে খুন করে বসেন মহিলা।
বৃদ্ধা মায়ের বুকে ছুরি বসিয়ে দে তিনি। এক বার নয়, একাধিক বার। মুম্বইয়ের কুরলার কুরেশি নগর এলাকার ঘটনা। মৃত মহিলার নাম সাবিরা বানো (৬২)। ছোট মেয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেই দিদিকে বেশি ভালবাসা এবং দিদির প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে মায়ের সঙ্গে ঝগড়া শুরু করেন ৪১ বছরের রেশমা কাজ়ি। তাঁর অভিযোগ ছিল, সব ক্ষেত্রেই বড় মেয়েকে এগিয়ে রাখেন মা। বড় মেয়ের প্রতি তাঁর পক্ষপাত রয়েছে। কিন্তু ছোটমেয়ে দীর্ঘদিন এই অভিযোগ করলেও তা কোনদিন মানতে চাননি মা। দুই সন্তানকে সম্মান চোখেই দেখেন এ কথা বারবার বলেন বৃদ্ধা।
কিন্তু আচমকাই পরিস্থিতি নিয়ন্ত্রণ হারায়, চরম পর্যায়ে পৌঁছায় বিবাদ। ঝগড়া করতে করতে রেশমা চিৎকার করে বলতে থাকেন, ‘’তুমি দিদিকেই বেশি ভালবাসো।’ তারপরে ছুটে রান্নাঘরে চলে যান তিনি। সেখান থেকে ছুরি নিয়ে এসে সোজা মায়ের বুকে কোপ।

একাধিক বার কুপিয়ে খুন মাকে। তারপর নিজে নিকটবর্তী থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। বৃদ্ধার দেহ এরইমধ্যে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত মহিলাকেও গ্রেফতার করা হয়েছে। আচমকা এমন হটকারিতার জন্য ওই মহিলার মানসিক স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে।