নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- কলকাতা পৌর সংস্থায় শাসকের বিরোদ্ধে শাসকের বিক্ষোভ মিছিল। পৌর কর্মচারীদের রাজ্য সরকারের হেলথ স্কীমের অন্তর্ভুক্ত করার দাবিতে চিফ ম্যানেজার ফাইন্যান্স অর্কদেব ভাদুড়ীকে ডেপুটেশন দিল তৃণমূলের শ্রমিক সংগঠন কে এম সি এমপ্লয়ীজ এন্ড ওয়ার্কার্স ইউনিয়ন। এদিন কলকাতা পৌর সংস্থায় বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেসের শ্রমিক কর্মচারী সংগঠন। বেশ কয়েকটি দাবীদাওয়াকে কেন্দ্রে করে পৌরসংস্থা জুড়ে ঘুরে ঘুরে বিক্ষোভ মিছিল করে শাসকের শ্রমিক কর্মচারী সংগঠন কে এম সি এমপ্লয়ীজ এন্ড ওয়ার্কার্স ইউনিয়ন। দীর্ঘদিন ধরে কলকাতা পৌর সংস্থার সব রাজনৈতিক দলের দাবী যে, কলকাতা পৌর সংস্থার কর্মীদেরও রাজ্য সরকারি কর্মীদের মত তাঁদেরও রাজ্য হেলথ স্কীমের অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া পেনশন গ্রাচ্যুয়াটি অবিলম্বে মিটিয়ে দিতে হবে। শুক্রবার কে এম সি এমপ্লয়ীজ এন্ড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শ্রীমন্ত ঘোষালের নেতৃত্বে কলকাতা পৌর সংস্থার চিফ ম্যানেজার ফাইন্যান্স অর্কদেব ভাদুড়ীকে ডেপুটেশন দেওয়া হয়। শ্রীমন্ত ঘোষাল জানান যে চিফ ম্যানেজারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। রাজ্য সরকারের কাছে থেকে আর্থিক সাহায্য এলেই বকেয়া পেনশন ও গ্রাচ্যুয়িটি মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস পাওয়া গেছে বলে জানালেন তৃণমূল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি। তাঁর দাবী, তাঁদের হেলথ স্কীমের জন্য মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে আলোচনা হয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা এই দাবী করে আসছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে বেশ কয়েকটি স্বাস্থ্যবীমা সংস্থার সঙ্গে কথা চলছে। যত শীঘ্রই সম্ভব তাঁদের এই হেলথ স্কীমের অন্তর্ভুক্ত করার দাবি পূর্ণ হবে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেসের শ্রমিক ও কর্মচারী সংগঠন কে এম সি এমপ্লয়ীজ এন্ড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শ্রীমন্ত ঘোষালের। এদিন বিভিন্ন দফতর ঘুরে ঘুরে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। ডেপুটেশন দিয়ে শেষমেশ তাঁদের বিক্ষোভ মিছিল শেষ হয়।