নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলাদের ওপর নির্যাতনকারীদের কঠোর শাস্তির দাবিতে আজ দুপুরে অর্থাৎ ৪ জানুয়ারী টালিগঞ্জে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও দক্ষিণ কলকাতার জেলা তৃণমূল কংগ্রেসের নেত্রী চৈতালি চট্টোপাধ্যায়। ‘মহিলাদের ওপর নির্যাতনকারীদের চাই চরম দ্বন্দ্ব, কেন্দ্রের উদাসীনতা বোঝায় এরা ভণ্ড ‘ এই স্লোগানে তাঁরা পথে নামে। কেন্দ্রের বিরুদ্ধে ধিক্কার মিছিলের আয়োজন করা হয় দিন। এই মিছিলে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম, জুঁই বিশ্বাস সহ কলকাতা পৌর সংস্থার একাধিক কাউন্সিলার ও তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা।
তাঁদের মূল দাবি ছিল বিধান সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত ‘অপরাজিতা বিল’-কে অনুমোদন দিতে হবে। খুন ও ধর্ষনের ঘটনায় বিশেষ আদালতে মামলা নিষ্পত্তি করে দ্রুত অপরাধীদের শাস্তির ক্ষেত্রে গতি আসবে বলে দাবি তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, ‘কেন্দ্রীয় সরকার যদি এতই মহিলাদের সুরক্ষার প্রতি সহানুভূতিশীল হন, তাহলে কেন তারা রাষ্ট্রপতির কাছে অপরাজিতা বিলে সাক্ষর করার জন্য সুপারিশ করছে না।’
কেন্দ্রীয় সরকারের মুখে এক কথা, আর ব্যবহারে অন্য কথা বলছে বলে অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর দাবি, ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় সুরক্ষা সংহিতা কে পরিবর্তন করে ‘অপরাজিতা বিল’-কে অনুমোদন দিতে হবে। তৃণমূল কংগ্রেসের দাবি চন্দ্রিমা ভট্টাচার্যের দেখানো পথ বাংলার নারীদের সুরক্ষা দেবে। এদিন তিনি বলেন, আজকে আমি মিছিলের আয়োজন করেছি পরবর্তীদিনে বাংলার প্রত্যেক মহিলারা এই পথ অনুসরণ করবেন।
তিনি আরও বলেন, জানি না রাজ্যপাল ‘অপরাজিতা বিল’টি রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরের জন্য পাঠিয়েছেন কিনা। যদি পাঠিয়ে থাকেন ভালো,না হলে কেন্দ্রীয় সরকারকে রাষ্ট্রপতি কাছে অপরাজিতা বিলকে সাক্ষর করানোর জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ বাংলা একমাত্র রাজ্য যারা সর্বপ্রথম এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামে।
এদিন দক্ষিণ কলকাতা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল টালিগঞ্জের প্রিন্স আনোয়ার শাহ মোড় থেকে শুরু হয়ে টালিগঞ্জ ফাঁড়ি হয়ে রাসবিহারী মোড়ে শেষ হয়। যেখনে মহিলাদের উপরে নির্যাতনের প্রতিবাদে স্লোগানে মুখরিত হন দক্ষিণ কলকাতা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা।