ট্যাক্সি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি

কলকাতা রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে গ্রিটিংস কার্ড, গোলাপ ফুল এবং একটি হলুদ ট্যাক্সি নিয়ে হাজির প্রদেশ কংগ্রেসের আইএনটিইউসির সেবাদল।

সংগঠনের সভাপতি প্রমোদ পান্ডের নেতৃত্বে হলুদ ট্যাক্সি সংরক্ষণ করার জন্য এই অভিনব কৌশল অবলম্বন করল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সেবাদাল। এদিন হলুদ ট্যাক্সির রক্ষার্থে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। হাজরা মোড়ে জমায়েত করে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন পর্যন্ত মিছিল করেন কংগ্রেস নেতা কর্মীরা। কিন্তু তাঁদেরকে কালীঘাট ফায়ার স্টেশনের সামনেই আঁটকে দেওয়া হয়।

আইএনটিটিইউসি সেবাদলের পক্ষ থেকে কলকাতার ঐতিহ্যশালী গৌরবময় ইতিহাসের অন্যতম আকর্ষনের কেন্দ্র হলুদ ট্যাক্সি বাঁচাও আন্দোলনে সরব হন তাঁরা। তাঁদের দাবী ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দৃষ্টিকোণ থেকে হলুদ ট্যাক্সির রক্ষার্থে এর মেয়াদ অন্তত আরও দশ বছর বাড়িয়ে দেন। সেই দাবী জানাল আইএনটিটিইউসি সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে। তাঁর দাবী হলুদ ট্যাক্সির পরিবর্তন করে নতুন করে তাঁদেরকে আবার রাস্তায় নামানোর অনুমতি দেওয়া হোক। কারণ, কলকাতার ইতিহাসের সঙ্গে হলুদ ট্যাক্সির একটি গৌরবময় ইতিহাসের কাহিনী যুক্ত রয়েছে। তাঁর দাবী হলুদ ট্যাক্সি উত্তম কুমার থেকে সুচিত্রা সেন, বিদ্যাবালন থেকে নিয়ে একাধিক হলিউড বলিউড এবং দক্ষিণ ভারতের একাধিক বড় বড় অভিনেতা তাঁদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। তাই হলুদ ট্যাক্সির রক্ষার্থে তাঁদের আন্দোলন চলছে এবং চলবে। যতদিন তাঁদের দাবী মেনে নিয়ে হলুদ ট্যাক্সির উত্তীর্ণ হওয়ার মেয়াদ বৃদ্ধি না করা হয়। তাঁদের হুশিয়ারি যদি রাজ্য সরকার তাঁদের দাবী না মানে তাহলে আগামীদিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে রাস্তায় নামবে। প্রয়োজনে তাঁরা ধর্মতলা থেকে ট্যাক্সি নিয়ে কসবা পরিবহন দফতরের ঘেরাও করবেন বলে জানিয়ে দিলেন প্রমোদ পান্ডে।