বাইকে বাসের ধাক্কা, জখম ২

জেলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের মর্মান্তিক দুর্ঘটনা কলকাতার বুকে। যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা বাইকের। সোমবার ঘটনাটি ঘটেছে বাগুইআটি নারায়ণতলার কাছে।আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাইক আরোহী ও পিছনে থাকা মহিলা আরোহীকে। ঘটনায় চাঞ্চল্য।

জানা গিয়েছে, বিমানবন্দরের দিক থেকে উল্টোডাঙ্গার দিকে যাচ্ছিল বাইকটি। মহিলা সহ দুজন ছিল বাইকে। বাগুইআটি নারায়ণতলার কাছে আসতেই পেছন থেকে দ্রুত গতিতে আসা DN 16 রুটের বাস সজোরে ধাক্কা মারে বাইকে। বাসের নীচে ঢুকে যায় বাইকটি। দুজনেই ছিটকে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। এই ঘটনায় আহত হয় বাইক চালক ও বাইকের পেছনে সিটে থাকা মহিলা আরোহী।

স্থানীয় সূত্রে খবর, বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে স্থানীয়রা ঘাতক বাসটিকে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাগুইআটি থানার পুলিশ। আহতদেরকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।