এবার ডেটিং অ্যাপে নারী সেজে প্রতারণা

অপরাধ কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডেটিং অ্যাপের মাধ্যমে একটি চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ সামনে এসেছে। ডেটিং অ্যাপের মাধ্যমে মহিলাদের ভয়েসে ফোন করে ও ভিডিও কল করে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে রাজারহাট পুলিশের হাতে গ্রেফতার গ্রেফতার যুবক।

জানা গিয়েছে, ধৃত যুবকের নাম ওয়াসিম আলী। রাজারহাট থানা এলাকার রাইগাছির বাসিন্দা। গত ৩ রা জানুয়ারি এক যুবক রাজারহাট থানায় অভিযোগ দায়ের করে যে ডেটিং অ্যাপের মাধ্যমে একটি মেয়ের সঙ্গে তাঁর আলাপ হয়। এরপর ওই মেয়েটি অভিযোগকারীকে রাজারহাট এলাকায় ডাকে। যখন এখানে আসে তখন ওই যুবককে থ্রেট দেখিয়ে প্রায় ২৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।

সেই অভিযোগের ভিত্তিতে রাজারহাট থানার পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে ধরা পড়ে যে ওই মহিলা কন্ঠী একজন যুবক। যে রাজারহাট থানা এলাকার বাসিন্দা। জিজ্ঞাসবাদে জানতে পারে অভিযুক্ত যুবক মহিলাদের গলায় ফোন করে ও মহিলা সেজে প্রতারণা ও ব্ল্যাক মেল করতো। এটা গত দু বছর ধরে করে আসছে। তদন্তে দেখা গেছে এই কেসে অনেকেই আছে যারা প্রতারিত হয়েছে। ডেটিং অ্যাপে ফেক প্রোফাইল তৈরি করে। সেই থ্রুতে বেশ কিছু ডিটেলস পেয়ে যায় এবং তাদের সাথে আলাপ করতে থাকে কখনো ফোন কল বা কখনো ভিডিও কলের মাধ্যমে।

সূত্রের খবর, গতকাল অভিযুক্ত যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু মেকআপ কিট এবং কিছু ফেক চুল উদ্ধার হয়েছে যেগুলো দিয়ে সে মহিলা সাজতো। সেগুলো সিজ করা হয়েছে। যখন ভিডিও কল হতো তখন বেশ কিছু ছবি শেয়ার করা হতো তারপর স্ক্রিনশট নিয়ে ব্ল্যাক মেল করতো। ইতিমধ্যেই এই প্রতারণা চক্রে ব্যাঙ্গালোরেরও যোগসূত্র পাওয়া গেছে। সেখানেও এই যুবক কয়েকজনকে প্রতারিত করেছে।