নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ কলকাতার গড়ফা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন এক প্রৌঢ়া। রবিবার গভীর রাতে গড়ফার কালীতলা রোডের একটি বাড়িতে আগুন লাগে। ঘটনায় মৃত মহিলার নাম বেবি মণ্ডল (৬৫)। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।
সূত্রের খবর, রাত প্রায় দেড়টা নাগাদ কালীতলা রোডের ওই বাড়িতে আগুন লাগে। শীতের রাতে এলাকার বেশিরভাগ মানুষ তখন গভীর ঘুমে। হঠাৎ আগুনের ঘটনা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। দমকলের চারটি এঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
বাড়িটিতে একাই থাকতেন বেবি মণ্ডল। আগুন লাগার পর বাড়ির ভেতর থেকে কোনও সাড়া-শব্দ না পাওয়ায় উদ্বেগ আরও বেড়ে যায়। গড়ফা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। রাত প্রায় দু’টোর পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বাড়ির ভেতরে প্রবেশ করেন। একতলার একটি ঘরের ভেতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ওই মহিলাকে। দ্রুত তাঁকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। দমকল ও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। শটসার্কিট থেকে আগুন লেগেছে নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে তদন্ত চালাচ্ছেন বিশেষজ্ঞরা।