নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- হাতে মাত্র আর কদিন তারপরেই সংক্রান্তি,তার আগে ভোরের কুয়াশা রীতিমতো বুঝিয়ে দিচ্ছে এবার পৌষ সংক্রান্তির সময় কিরকম ঠাণ্ডা পড়তে চলেছে গোটা দেশে। সোমবার ঘুম ভাঙার পরে আজ প্রায় সকলেই দেখেছেন কুয়াশার চাদরে কিভাবে মুড়ে গিয়েছে গোটা এলাকা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে পরিস্কার হতে শুরু করে সবদিক। তবে কুয়াশার সঙ্গে যেভাবে সোমবার পাল্লা দিয়ে ঠাণ্ডা হাওয়া বইতে শুরু করেছিল তাতে মনে হয়েছিল পৌষের শেষবেলায় শীত তার খেলা দেখাতে শুরু করেছে।
আলিপুর আবহাওয়া দফতর আগেই ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছিল রাজ্যে। এদিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার দাপট। আজ দক্ষিণবঙ্গের ও দশ জেলায় ঘন কুয়াশার দাপট। উত্তরবঙ্গের দু এক জায়গায় শীতল দিনের মতো পরিস্থিতি। আগামীকাল দার্জিলিং-এ হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ চার জেলাতে।
পরপর পশ্চিমী ঝঞ্ঝায় বাঁধা শীতে। আটকে উত্তরের হাওয়া। সোম ও মঙ্গলবার আরো দুই ডিগ্রী তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে ১০ই জানুয়ারী। রাজস্থানের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। পাঞ্জাব থেকে রাজস্থানের উপর দিয়ে আরবসাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরী হয়েছে।
সোমবার ঘন কুয়াশা সতর্কবার্তা দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতা সহ ১০ জেলাতেই সোমবার সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা। কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে ঘন কুয়াশার দাপট।
মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা থাকবে উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদও নদীয়া জেলাতে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল। ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়বে। সোম ও মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রী সেলসিয়াস বাড়বে। বুধবার থেকে ফের তাপমাত্রা কমবে। শুক্রবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে। স্বাভাবিকের কাছে এলেও এই সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা আগামীকাল। সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা সামান্য বাড়লেও বুধবার থেকে ফের তাপমাত্রা কমবে পাশাপাশি আগামীকাল বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং সহ উত্তরবঙ্গে। হালকা তুষারপাতের সম্ভাবনা মঙ্গলবার। দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সামান্য সম্ভাবনা। সিকিমে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা। তার প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মঙ্গলবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে। সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলাতে। মূলত হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে কোথাও কোথাও।
সোমবার ঘন কুয়াশার দাপট থাকবে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। মালদা ও উত্তর দিনাজপুরের কিছু অংশে শীতল দিনের মতো পরিস্থিতি অনুভব হবে। আগামীকাল মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কুয়াশা দাপট থাকবে।
অন্য়দিকে কলকাতায় সোমবার ও মঙ্গলবার কুয়াশার দাপট থাকবে। ঘন কুয়াশা হতে পারে খুব সকালের দিকে। দৃশ্যমানতা অনেকটাই কমবে। শীতের আমেজও এই দুইদিন। আগামীকাল আরও একটু বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে বাড়বে উষ্ণতা। বুধবার কিংবা তারপর আবার পারদ নামবে। আপাতত কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রী। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৪ শতাংশ।